Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২৫

ফারজানা খানম - এর জীবন বৃত্তান্ত

 

ফারজানা খানম

 

 

মিসেস ফারজানা খানম, বিদ্যুৎ বিভাগের উপসচিব - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়, গত ০৯ নভেম্বর ২০২৪ ইং তারিখে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)-এর পর্ষদ সদস্য হিসেবে যোগদান করেন। তিনি এপিএসসিএল পর্ষদ  প্রকিউরমেন্ট রিভিউ কমিটি ও পর্ষদ প্রজেক্ট স্টিয়ারিং কমিটির একজন সদস্য। তিনি বর্তমানে বিদ্যুৎ বিভাগের কোম্পানি এ্যফেয়ার্স-২ অধিশাখায় উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন সদস্য। তিনি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন  ক্যাপাসিটিতে অবদান রেখেছেন।  

 

মিসেস খানম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের সহায়তায় মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট) ডিগ্রি অর্জন করেন। তিনি নিজেকে সমৃদ্ধ করতে এবং সরকারী উদ্যোগের সার্বিক উন্নয়নে অবদান রাখতে বিভিন্ন বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। তিনি থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, জাপান, কোরিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় নানাবিধ বিষয়ে প্রশিক্ষন ও পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সফর করেন।