মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান
জনাব মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, যুগ্মপ্রধান, বিদ্যুৎ উইং, শিল্প ও শক্তি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) এর একজন পরিচালক হিসেবে গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে যোগদান করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য এবং বর্তমানে বাংলাদেশ সরকারের যুগ্মসচিব। ১৯৯৮ সালে একটি বেসরকারী কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর চাকুরী জীবন শুরু হয়। অতপর তিনি ২০০১ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডিতে সহকারী পরিচালক হিসেবে যোগদানেরর মাধ্যমে সরকারী চাকুরী আরম্ভ করেন। পরবর্তীতে তিনি পরিকল্পনা কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে সুনামের সাথে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন। বর্তমানে তিনি যুগ্মপ্রধান হিসেবে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের বিদ্যুৎ অনুবিভাগের অনুবিভাগ প্রধানের দায়িত্বে থেকে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জনাব আনিসুজ্জামান ১৯৮৮ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী জর্জ একাডেমী থেকে এসএসসি, ১৯৯০ সালে বোয়ালমারী সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিষয়ে বিএসসি (অনার্স) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে ১৯৯৪ সালে এমএসসি পাশ করেন। অতঃপর ২০০৭ সালে শতভাগ বৃত্তির সুবিধাসহ জাপানের Graduate Institute for Policy Studies (GRIPS) থেকে পাবলিক পলিসি বিষয়ে ২য় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কাজ এবং ট্রেনিংয়ের সুবাদে তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, শ্রীলংকা, নেপাল, ভারত ও সৌদিআরব ভ্রমণ করেছেন।
জনাব আনিসুজ্জামান ০১ অক্টোবর ১৯৭২ ইং তারিখে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কামারগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের গর্বিত পিতা।